Open/Close Menu A Step for Decentralization and Strong Local Government

৫ ডিসেম্বর ২০২১, বেলা ৩.০০ মি. অনলাইনে গভার্নেন্স এডভোকেসি ফোরামের উদ্যোগে ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় সম্মেলন ২০২১’ কেন্দ্রিক বিষয়ভিত্তিক ওয়েবিনার-1′ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের অভিজ্ঞতা ও করণীয় অনুষ্ঠিত হয়।

এই ওয়েবিনারে বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন -জনাব মহসিন আলী, সমন্বয়কারী, গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও নির্বাহী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন |স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন –অমিত দে, ডেপুটি ম্যানেজার, একশনএইড বাংলাদেশ ।

এই আয়োজনে অংশগ্রহণ করেন হারুন-অর-রশিদ লাল, নির্বাহী পরিচালক, সলিডারিটি, কুড়িগ্রাম; ফয়েজুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, রাজশাহী ; আনোয়ার জাহিদ, উপদেষ্টা, আইসিডিএ, বরিশাল; মোসাম্মৎ সুলতানা রাজিয়া খাতুন, নির্বাহী পরিচালক, মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে), দিনাজপুর; এস এম নাজের হোসেন, নির্বাহী পরিচালক, চট্রগ্রাম; মাহবুবা সরকার, সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা কমিটি, ৪০ জেলার প্রতিনিধি এবং গভার্নেন্স এডভোকেসি ফোরাম-এর সচিবালয় ওয়েভ ফাউন্ডেশন-এর বিভিন্ন জেলার নানা স্তরের কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

জনাব মহসিন আলী তার বক্তব্যে,

স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বানিজ্য, আদর্শ নির্বাচন ব্যর্থতা, নির্বাচনী পরিবেশ ও ভোটের আগে প্রচারাভিযানে ভোটপ্রার্থীদের বিভিন্ন মন্তব্য,নির্বাচনী সহিংসতা, এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে  সারাদেশে একজন বিজিপি সদস্য সহ মোট ৫৬ জনের মৃত্যু ,ভোটকেন্দ্র দখল ও  হামলা,আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ইত্যাদি সমস্যা তুলে ধরেন।

তিনি, নির্বাচন প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ,সহিংসতা রোধ,সকলের ভোটদানের অধিকার, নির্বাচন কমিশনার  ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ইত্যাদি বিষয়সমূহ পর্যালোচনার কথা বলেছেন।

আলোচকদের মতামতের প্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচনের যেসকল সমস্যা  উক্ত আলোচনায় উঠে আসলো:

  • দলীয় নেতাকে মূল্যায়ন দেয়া হয়
  • নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর নিপীড়ন
  • জনগণের আকাংখার প্রতিফলন না হওয়া
  • নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকায় দুর্বলতা
  • জীবনের অনিশ্চয়তা ও সুশাসনের অভাবে যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণে অনাগ্রহতা
  • জনগণের ভোট প্রদানে বিমুখীতা
  • মনোনয়নে দুর্নীতি

চলমান পরিস্থিতির উত্তরণে  কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে উক্ত আলোচনায়:

  • নির্বাচন ব্যবস্থার সংস্কার,
  • জনগণের মতামত ও ভোট দেওয়ার অধিকার নিশ্চিতকরণ,
  • সর্বদলের অবাধ অংশগ্রহণ নিশ্চিতকরণ,
  • রাজনৈতিক পরিবেশ ও গণসচেতনতা তৈরি করা,
  • নির্বাচনে এনজিও ও মানবাধিকার সংগঠনসমূহের কার্যকর ভুমিকা রাখা।
Write a comment:

*

Your email address will not be published.

©2024 GAFBD | Made by Iftekhar Hossain

Follow us: