Open/Close Menu A Step for Decentralization and Strong Local Government

৭ ডিসেম্বর ২০২১, বেলা ১১.০০ মি. অনলাইনে গভার্নেন্স এডভোকেসি ফোরামের উদ্যোগে ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় সম্মেলন ২০২১’ কেন্দ্রিক বিষয়ভিত্তিক ওয়েবিনার-2′ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থানÓ  অনুষ্ঠিত হয়।

এই ওয়েবিনারে বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন কানিজ ফাতেমা, সহকারি পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন এবং  স্বাগত বক্তব্য, সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আব্দুল আউয়াল, নির্বাহী পরিচালক, এনআরডিএস।

কানিজ ফাতিমা, সহকারি পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপনকালে-

নীতি ও আইনের বিধি-বিধানের আলোকে স্থানীয় সরকার কাঠামোতে নির্বাচিত নারীদের দায়িত্ব-কর্তব্য  ও মর্যাদা সমতার সাথে হচ্ছে  কিনা পর্যালোচনা করার বিষয়ে জোর দেন ।

আব্দুল আউয়াj, নির্বাহী পরিচালক, এনআরডিএস  বলেন-

সমকক্ষতা ও সমতা অর্জনের জন্য একজন নারীর নেতৃত্ব বিকাশে ও সক্ষমতা তৈরীতে  কাঠামোগত ও পুরুষতান্ত্রিক চ্যালেঞ্জসমূহ প্রতিহত করতে হবে ।

আনোয়ার জাহিদ, উপদেষ্টা, আইসিডিএ, স্থানীয় সরকারের কাঠামো নতুন করে সাজানো,নির্বাচিত নারীদের অধিকার প্রতিষ্ঠা করার  বিষয়ে বলেন|

মো: জিয়াউল করিম, কোঅর্ডিনেটর, মানুষের জন্য ফাউন্ডেশন: তিনি বলেন, Gender Gap Analysis  ১৫৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৫ হলেও নারীদের সুযোগ-সুবিধার তৈরিতে এবং রাজনৈতিক উন্নয়নে আমরা এখনো পিছিয়ে আছি। এ থেকে উত্তরণের জন্য তিনি রাজনৈতিক অঙ্গিকারের উপর গুরুত্ব দিয়েছেন।

আলোচকদের মতামতের প্রেক্ষিতে যেসকল সমস্যাসমূহ  উক্ত আলোচনায় উঠে আসলো-

  • নির্দিষ্ট দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষিত
  • কার্ড বরাদ্দে অসামঞ্জস্যতা
  • পরিবেশগত প্রতিকুলতা
  • তিনটি সাধারণ আসনের নির্বচনী এলাকাকে ওভারল্যাপ
  • অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে সংরক্ষিত আসনে নারী সদস্যদের সভাপতিত্ব
  • অর্থের বিনিময়ে ভাতা প্রদানের প্রবণতা
  • সম্পদ বন্টনে পক্ষপাতিত্ব
  • নারী প্রতিনিধিদের কর্তব্য, দায়িত, ভূমিকা সম্পর্কে সীমিত ধারণা

সুপারিশমালাt

  • নারী প্রতিনিধিদের জন্য প্রতিষ্ঠানিক এডভোকেসি, প্রশিক্ষণ এবং নির্দেশনা
  • নারী প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট ও ক্ষমতাসম্পন্ন দায়িত্ব
  • নারীদের অধিকার আদায়ের সক্রিয়তা
  • পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন
  • ওয়ার্ড ভিত্তিক বরাদ্দ
Write a comment:

*

Your email address will not be published.

©2024 GAFBD | Made by Iftekhar Hossain

Follow us: