Open/Close Menu A Step for Decentralization and Strong Local Government

৯ ডিসেম্বর ২০২১, বিকাল ৩.০০মি. অনলাইনে গভার্নেন্স এডভোকেসি ফোরামের উদ্যোগে কার্যকর স্থানীয় সরকার জাতীয় সম্মেলন ২০২১’ কেন্দ্রিক বিষয়ভিত্তিক ওয়েবিনার-৩ উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রগতি এবং এসডিজি বাস্তবায়নে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় নীতি সহায়তা ‘ অনুষ্ঠিত হয়।

এই ওয়েবিনারে বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং  স্বাগত বক্তব্য, সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মহসিন আলী, সমন্বয়কারী, গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও নির্বাহী পরিচালক,ওয়েভ ফাউন্ডেশন।

অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বলেন-

এসডিজি এবং ২০৪১ সালের লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে। এসডিজির উন্নয়ন ও অর্জন নির্ভর করে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে কতটা কার্যকর ভাবে  স্থানীয়করণ সম্ভব হচ্ছে তার উপর।

জনাব মহসিন আলী, সমন্বয়কারী, গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও নির্বাহী পরিচালক,ওয়েভ ফাউন্ডেশন, বলেন-

দেশের চলমান প্রেক্ষাপটে সরকারের কতগুলো সুনির্দিষ্ট টাগের্টের মধ্যে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার পাশাপাশি অন্যতম হচ্ছে ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যসমূহ অর্জন করা। এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রে বড় স্টেকহোল্ডার হচ্ছে স্থানীয় সরকার যারা  স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করেন ।

আলোচকদের মতামতের প্রেক্ষিতে যেসকল সমস্যাসমূহ  উক্ত আলোচনায় উঠে আসলো-

  • স্থানীয় সরকার প্রতিষ্ঠানের লোকবল, জবাবদিহিতা ও জনসাধারণের অংশগ্রহণের ঘাটতি ও বিকেন্দ্রীকরণে দুর্বলতা।
  • স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে আন্ত: এবং বহি: প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব।
  • রাজস্ব আহরণে অকার্যকারিতা,অসম বন্টন, রাজস্ব আহরণে অনাগ্রহ ও সুশাসনের অভাব।
  • স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত নারী প্রতিনিধিদের কার্যক্রমে অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং পরিবেশগত সমস্যা।
  • এসডিজিতে ফোকাসড স্ক্রিম পরিকল্পনার অনুপস্থিতি, সরকারের পদক্ষেপ সম্পর্কে স্থানীয় সরকারের এবং জনগণের সীমিত ধারণা
  • সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম।

সুপারিশমালা

  • এসডিজি বাস্তবায়নে কৌশলগত দিকসমূহ ঠিক করা এবং রিসোর্স ম্যাপিং করা।
  • সরকারের নীতিগত ও কাঠামোগত সংস্কার ও বাজেটের বরাদ্দ বৃদ্ধি করা।
  • স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এসডিজি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা।
  • এসডিজির লক্ষ্য অর্জনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে জনগণ অবহিত করা।
  • এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের কাজের বন্টন।
Write a comment:

*

Your email address will not be published.

©2023 GAFBD made by Iftekhar

Follow us: