Open/Close Menu A Step for Decentralization and Strong Local Government

১২ ডিসেম্বর ২০২১, বিকাল ৩.০০মি. অনলাইনে গভার্নেন্স এডভোকেসি ফোরামের উদ্যোগে ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় সম্মেলন ২০২১’ কেন্দ্রিক বিষয়ভিত্তিক ওয়েবিনার-৪ ’স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের রাজস্ব আহরণ  অনুষ্ঠিত হয়।

এই ওয়েবিনারে বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন জনাব মোঃ জিয়াউল করিম, সিনিয়র কোঅর্ডিনেটর, মানুয়ের জন্য ফাউন্ডেশন এবং  সঞ্চালনা করেন জনাব আমানুর রহমান, পরিচালক, ( Extreme  Rural Poverty Program ) কেয়ার বাংলাদেশ ।

মূল বক্তব্য উপস্থাপনকালে জনাব মোঃ জিয়াউল করিম, সিনিয়র কোঅর্ডিনেটর, মানুয়ের জন্য ফাউন্ডেশন,

ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ -এর রাজস্ব আহরণ এবং ব্যবহার নির্দেশিকা সংক্রান্ত ধারা এবং তফসিল বিষয়ে উল্লেখ করেন। তিনি স্থানীয় সরকারের রাজস্ব আয়ের করুণ চিত্র তুলে ধরার পাশাপাশি রাজস্ব আহরণের বেশ কিছু সমস্যা এবং তা থেকে উত্তোলনের জন্য সুপারিশ প্রনয়ণ করেন।

আলোচকদের মতামতের প্রেক্ষিতে যেসকল সমস্যাসমূহ  উক্ত আলোচনায় উঠে আসলো-

১। কর মূল্যায়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং সচেতনতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকা।

২।স্থানীয় পরিস্থিতির সাথে মডেল কর সিডিউলের অসামঞ্জস্যপূর্ণতা

৩।অপর্যাপ্ত প্রশাসনিক এবং লজিস্টিক সহায়তা

৪।স্থানীয় কর্তৃপক্ষের কাঠামোর ওভারল্যাপ

৫।স্থানীয় সরকারকে উন্নয়ন তহবিলের জন্য জাতীয় সরকারের উপর নির্ভরশীল করে রাখা

৬।সামর্থ্যবান ব্যক্তির কর প্রদানে ফাঁকি

৭।স্থানীয় এবং রাজনৈতিক জোটের অসমর্থন ও জনসাধারণের কর প্রদানে অনীহা

সুপারিশমালাঃ

১।গণসচেতনতা তৈরি

২।ভূমি স্থানান্তর করের হার বৃদ্ধিকরণ

৩।স্থানীয় সরকারের জন্য বিকেন্দ্রীয়করণ নীতি

৪।কর আদায় সহজতর করতে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র , সফটওয়্যার এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার

৫।রাজস্ব আহরণ ও ব্যবহারে সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণ

৬। স্থানীয় পর্যায়ের সম্পদ আয়ের উৎসসমূহ সুনির্দিষ্টকরণ

৭।ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভাতা প্রদানে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন

৮। রাজস্ব আহরণের নিয়ম সম্পর্কে জনগণ এবং স্থানীয় সরকারকে অবহিত করা

Write a comment:

*

Your email address will not be published.

©2024 GAFBD | Made by Iftekhar Hossain

Follow us: